পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকায় গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময় বিএনপি’র দু’ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন হাতিরঝিল থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৮) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৮)।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, এসময় তাদের কাছ থেকে দুই বোতল পেট্রোল, একটা গ্যাস লাইটার, একটা ম্যাচ ও পুরাতন কাপড় উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের শেষ দিন আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।