1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

ভোটার উপস্থিতি সন্তোষজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশকাল : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

পুলিশবন্ধু, সংসদ-মন্ত্রীসভা ও সুশাসন ডেক্স:
রাজধানীতে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (৭ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়া বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১টি ভোটকেন্দ্রে আগুন দেওয়া বড় কোনো ঘটনা নয়। অন্যান্য সময় এর চেয়ে বেশি ঘটনা হয়ে থাকে।

ভোটের পরিবেশ খুব ভালো রয়েছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি আনসার একই সঙ্গে কাজ করছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা বড় কোনো ঘটনা নয়। ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা মাইগ্রেশন হয়েছে। গণপরিবহন চালু রাখা হয়েছে এ কারণে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নাশকতার বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে না পেরে অগ্নিসন্ত্রাস করছে। গত ২৪ ঘণ্টায় ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে। ট্রেনে গান পাউডার মারছে। বাসে আগুন দিচ্ছে। ভোটকেন্দ্রে হামলা করছে। মানুষকে পুড়িয়ে মারছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com