1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

ভুয়া দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৩

  • প্রকাশকাল : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
ভুয়া দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের তিন প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রিয়াজ, ফিরোজ খান ও মোঃ হাসান মুন্না। গ্রেফতারকৃতদের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। গ্রেফতারকৃতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটের ২৯টি সিম কার্ড, বিভিন্ন পত্রিকার রিপোর্টারের ৩টি আইডি কার্ড, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালকের ২টি নকল আইডি কার্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাদের নামের ৫০টি ভিজিটিং কার্ড ও বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টারদের ১২টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

গত শনিবার (২৩ মার্চ) খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিএমপির গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মশিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবা জানান, অনেক দিন ধরে কিছু লোক দুদকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছে। এ বিষয়ে দুদকেরর পক্ষ থেকে রমনা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা তদন্তকালে গোয়েন্দা পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতারকৃতরা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারি, নির্বাচিত প্রতিনিধি যেমন- উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ওয়ার্ড কমিশনার বা বিভিন্ন প্রতিষ্ঠানের কোন ঊর্ধ্বতন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোন খবর ছাপা হলে তারা সে খবরের বিস্তারিত জেনে নিতো। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে যার বিরুদ্ধে নিউজ হয়েছে ওই ব্যক্তির নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করে অভিযোগটি প্রতারকদের কাছে তদন্তাধীন আছে বলে জানাতো। বিষয়টি তারা সমাধান করে দিতে পারবে বলেও জানাতো। অভিযুক্ত ব্যক্তিটি অনিয়মের সাথে সম্পৃক্ত থাকায় তাদের ভিতরে ভয় ও আতঙ্ক বিরাজ করতো। তারা প্রতারকদের কথা বিশ্বাস করে তাদের প্রস্তাবে রাজী হয়ে সমঝোতার চেষ্টা করতো। প্রতারকরা এসব কাজের অর্থ ভুয়া নামে রেজিস্ট্রেশনকৃত বিকাশ নম্বরে লেনদেন করতো।

মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতরা একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, বিভিন্ন প্রতিষ্ঠানের কোন ঊর্ধ্বতন ব্যক্তি সম্পর্কে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে বিরূপ কিছু পেলে নিউজ করবে না মর্মে টাকা দাবি করতো। প্রতারকরা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার হঠাৎ ধনী হওয়া ব্যক্তিদেরকে টার্গেট করে বাড়ি, খামার, গাড়ি ও জায়গা কেনার অর্থের উৎস সম্পর্কে জানতে চেয়ে চাঁদাবাজি করতো।

জানা যায়, গ্রেফতারকৃতরা রমনা থনায় রুজুকৃত মামলায় পুলিশ রিমান্ডে রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com