পুলিশবন্ধু, অর্থ-বাণিজ্য ও ব্যবসা প্রতিষ্ঠান ডেক্স:
চীনা প্রতিষ্ঠান তাইসেং (বাংলাদেশ) ওয়েবিং কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি জুতা, ব্যাগ ও গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সম্প্রতি প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং তাইসেং (বাংলাদেশ) ওয়েবিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লি ইয়োকে ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ৬০ লাখ টন স্যু লেইছ, ইলাস্টিক, ড্র কর্ড, ড্রস্টিং, স্ট্রিং, ওয়েবিং বেল্ট এবং ওয়েবিং টেপ উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ২০০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মো. আশরাফুল কবীর, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।