পুলিশবন্ধু, ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন:
দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামীকাল শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।
এবারের ফাইনালের আগে কোনো অনুষ্ঠান থাকছে কি না? এমন প্রশ্নে অবশ্য আশানরূপ কোনো মন্ত্যব্য করেননি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
সোহেলের কাছে সাংবাদিকরা জানতে চান, এবারের ফাইনালে কেউ পারফর্ম করবে না? উত্তর তিনি বলেন, ‘বিপিএলে একটা কোয়ালিটি মেনটেইন করতে হয়। আমরা যাকে তাকে আনতে পারি না। আমরা আতিফ আসলাম, বাদশা, নোরা ফাতেহির টাইম পাইনি। অনেকের সঙ্গে আমরা যোগোযোগ করেছি। তবে কেউই সময় করতে পারেননি।’
এদিকে আসরের মাঝেই বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের হেড কোহ চন্ডিকা হাথুরুসিংহে। এ নিয়ে খোদ বোর্ডেই তোলপাড় চলছে।
শেখ সোহেলের কাছে জানতে চাওয়া হয়, হাথুরু বিপিএলের মান নিয়ে প্রশ্ন তোলায় আপনি চেয়ারম্যান হিসেবে কতটুকু বিব্রত? জবাবে তিনি বলেন, ‘এটা তো খারাপ লাগার ব্যাপারই। যেহেতু আমি এই বিভাগের চেয়ারম্যান, যে কেউ কমেন্ট করলে আমরা প্রতিবাদ জানাই। তবে এই বিষয়টা প্রেসিডেন্ট (নামজুল হাসান পাপন) হ্যান্ডেল করছেন। বোর্ডের সব পরিচালক তাদের ব্যক্তিগত মতামত তার কাছে জমা দিয়েছেন।’