1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে সরকারিভাবে প্রায় বিনা খরচে পোশাক কর্মী নেবে জর্ডান

  • প্রকাশকাল : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

পুলিশবন্ধু, কর্মসংস্থান-পেশাজীবী ও প্রশিক্ষণ ডেক্স:
সরকারিভাবে জরুরি ভিত্তিতে জর্ডানের একটি পোশাক কারখানায় বাংলাদেশি দক্ষ নারী কর্মী নেয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নারী কর্মী নেবে জর্ডানের সিডনি অ্যাপারেলস এলএলসি কোম্পানি। কর্মীদের থাকা, খাওয়া ও চিকিৎসা খরচ সম্পূর্ণ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। শুধু তাই নয়, কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও দেয়া হবে কোম্পানির পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়েসেলের মাধ্যমে জর্ডানের সিডনি অ্যাপারেলস এলএলসি কোম্পানিতে মেশিন অপারেটর পদে ১৫০ জন নারী কর্মী নেয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সুদান ফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেয়া হবে এবং বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১৯ হাজার ১৮৪ টাকা। একদিন সাপ্তাহিক ছুটি বাদে দৈনিক ডিউটি ৮ ঘণ্টা। ওভারটাইমেরও ব্যবস্থা আছে। চাকরির চুক্তি তিন বছর, তবে নবায়নযোগ্য।

এছাড়া থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ দেবেন নিয়োগকর্তা। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা দেবেন। এছাড়া অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনও মামলা আছে, তারা নিয়োগের অযোগ্য হবেন।

চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড ও শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সঙ্গে নিয়ে যেতে হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ

নির্বাচিত কর্মীদের মেডিকেল ফি বাবদ ১০০০ টাকা ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ ২২০ টাকা দিতে হবে। এ ছাড়া কোনও খরচ নেই।

সাক্ষাৎকারের তারিখ ও সময়

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ মার্চ সকাল আটটায় সাক্ষাৎকার দিতে মিরপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে উপস্থিত হতে হবে। এ-সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com