পুলিশবন্ধু প্রতিদিন ডেক্স:
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সেলিম রেজা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত সেলিম রেজা ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মতিয়ার রহমান প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারাকান্দি গ্রামের গণকবরের সামনের রাস্তায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সেলিম রেজাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত সেলিম রেজার বিরুদ্ধে আরো দুটি মাদক মামলা রয়েছে।