1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

ফোর্সের কল্যাণে যা যা করা দরকার করা হবে: ডিএমপি কমিশনার

  • প্রকাশকাল : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

পুলিশবন্ধু প্রশাসন ও রাজনীতি চক্র ডেক্স:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ফোর্সের কল্যাণের কথা চিন্তা করে সর্বপ্রথম রাজারবাগে মেস ও ব্যারাক পরিদর্শন করেছি। আপনারা দিন-রাত ২৪ ঘন্টা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে ঢাকা শহরের আইন-শৃঙ্খলা ঠিক রেখেছেন। সেজন্য ফোর্সের কল্যাণে যা যা করা দরকার তা করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লাইন্স রাজারবাগে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে কেন্দ্রীয় রোলকলে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এই রাজারবাগ থেকেই আমার চাকরি জীবন শুরু করি। সেজন্য রাজারবাগের প্রতি আমার আবেগ, ভালবাসা সবকিছুই বেশি। শুধু ‍পুলিশ নয়, বাঙালি জাতির জন্য রাজারবাগ একটা গর্বের জায়গা, অহংকারের জায়গা। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে এই রাজারবাগ থেকেই প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলো পুলিশ ভাইয়েরা।

ফোর্সের উদ্দেশ্য করে তিনি বলেন, ডিএমপির যে সক্ষমতা তা অনেকাংশে নির্ভর করে এই রাজারবাগের ফোর্সের উপর। আপনাদের প্রধান কাজ ডিসিপ্লিনে থাকা। কোন প্রকার ইন-ডিসিপ্লিন অবস্থায় থাকা যাবে না। পুলিশ সকল জায়গায় সকল অবস্থায় স্মার্ট থাকে। কারন আমাদের নিজস্ব ইউনিফর্ম রয়েছে। ফোর্স হিসেবে আমাদের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে যে চ্যালেঞ্জিং সময় সেটা একটু ভিন্ন ধরনের। সামনে আরো চ্যালেঞ্জ আসতে পারে। সামনে যে দিনগুলো আসবে সেই দিনগুলোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই সক্ষমতা আমাদের রয়েছে।

করোনায় পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন করোনার সময় সন্তান বাবা-মাকে ছেড়ে চলে গেছে। এমনকি বাবাও সন্তানকে ছেড়ে চলে গেছে। আপনারা সেই পুলিশ যারা করোনার সময় নিজের জীবন বিপন্ন জেনেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাবা মায়ের ওপরে আপনাদের যে ভূমিকা সেটা আপনারা করোনার সময় প্রমাণ করেছেন। যা বাংলাদেশ তথা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ২০১৩ সালে ৫ মে একদল সন্ত্রাসীগোষ্ঠী শুধু ঢাকা শহর নয় জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ভূলন্ঠিত করার চেষ্টা করেছিলো। আপনারা সেটিও বীরত্বের সাথে প্রতিহত করেছেন। সেই গৌরবগাঁথা স্মৃতি আজও আমাদের অহংকারবোধ ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

কেন্দ্রীয় রোলকলে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com