1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার তিন

  • প্রকাশকাল : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
মোহাম্মদপুর থানায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)‘র গোয়েন্দা তেজগাঁও-বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মনিরুজ্জামান চৌধুরী ওরফে সাজিদ, শরিকুল ইসলাম চৌধুরী অর্ণব ও রাশেদুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দিন গণমাধ্যমকে বলেন, মোঃ এনামুল হাছানকে ব্যবসার প্রলোভন দেখিয়ে এজাহার নামীয় আসামিরা চার কোটি চার লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত বিরানব্বই টাকা মূল্যের মালামাল প্রদানের চুক্তি করে। পরে আসামীরা চট্টগ্রাম পোর্ট হইতে ওই মালামাল খালাসের পরে রিসিভ করে। চুক্তি অনুযায়ী মালামাল অর্ডারের এলসির তারিখ হতে ৯০ দিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা ছিলো। কিন্তু আসামীরা উক্ত মালামালের মূল্যের কোন টাকা বাদীকে প্রদান না করে বিভিন্ন ভাবে হয়রানি এবং হুমকি দেয়। বাদীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়।

তিনি আরো বলেন, গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম মামলার তদন্তভার গ্রহন করে আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে মামলার বাদীর দেওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার (২৪ নভেম্বর ২০২২ খ্রি.) রাজধানীর মিরপুর থানা ও রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন , আসামীরা নিরীহ মানুষকে ব্যবসার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কৌশলে বড় অংকের টাকা নিয়ে উক্ত টাকা আত্মসাৎ করে। গ্রেফতারকৃতরা চার কোটি চার লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত বিরানব্বই টাকা মূল্যের মালামাল প্রদানের চুক্তির বিষয়টি স্বীকার করেছে। একই সাথে চট্টগ্রাম পোর্ট হইতে মালামাল খালাসের পরে আসামীরা রিসিভ করে বাদীকে মালামালের মূল্য পরিশোধ করে নাই মর্মেও স্বীকার করেছে।

খবরঃ ডিএমপি নিউজ

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com