পুলিশবন্ধু সাপোর্টিং নেটওয়ার্ক পোস্টঃ
জনসম্পদে সমৃদ্ধ এই বাংলাদেশ থেকে চাকরি, ব্যবসা ও ভ্রমণ ভিসা নিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ বিদেশে যাচ্ছেন। বিদেশে চাকুরী করা মানুষদের অর্জিত বৈদেশিক মুদ্রা শক্তিশালী করছে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি। সরকারের নানান উদ্যোগে ম্যানপাওয়ার খাত এখন বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত খাত হিসেবে মর্যাদা লাভ করেছে। তবুও, এই বিদেশগামী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে নানান ধরণের প্রতারণা ও হয়রানিমূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
পুলিশবন্ধু ম্যানপাওয়ার ডিলার’ বিদেশগামী রেমিটেন্স যোদ্ধাদের বিদেশ যাত্রাকে প্রতারণা ও হয়রানি মুক্ত রাখতে কাজ করে।
বাংলাদেশের প্রতিটি পুলিশি থানা এলাকায় একজন করে ‘পুলিশবন্ধু ম্যানপাওয়ার ডিলার’ নিয়োগ দেয়া হচ্ছে। আপনিও চাইলে আপনার এলাকার পুলিশবন্ধু ম্যানপাওয়ার ডিলার হয়ে দেশ ও মানুষের সেবায় অংশ নিতে পারেন।
পুলিশবন্ধু ম্যানপাওয়ার ডিলার হতে চাইলে যোগাযোগ করুনঃ
পুলিশবন্ধু ম্যানপাওয়ার ডিলার
policebondhu@gmail.com
+88 01716 983355, +88 01976 983355