পুলিশবন্ধু বুলেটিন ডেক্সঃ
জনগণকে উন্নত সেবা দিতে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার (২৩,ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নোয়াখালী ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
আইজিপি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ সদস্যদের পদোন্নতি দেওয়া হচ্ছে। পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণের সিলেবাস আধুনিকায়ন ও যুগোপযোগী করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে উন্নত আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
দেশ ও জনগণের সেবায় নিবেদিত পুলিশ সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। পুলিশ হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হচ্ছে। আগামীতে ক্যানসারসহ অন্য ইউনিট স্থাপন করা হবে।
বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত।’
সভায় নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।