1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

পাত্র খুঁজে পাচ্ছেন না সুস্মিতা সেন

  • প্রকাশকাল : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

পুলিশবন্ধু, ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন মাত্র ১৮ বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছেন। সাবেক এই বিশ্বসুন্দরী তার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, তার চেয়ে বেশি চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্যও।

অভিনেত্রী তার প্রেমের সম্পর্ক নিয়ে বারবার আলোচনা-সমালোচনায় এসেছেন। তবুও কোনো দিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন সুস্মিতা। কখনো রণদীপ হুডা, কখনো মুম্বাইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, আবার কখনো ললিত মোদি। এমনকি বয়সে অনেক ছোট রহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার।

আসছে নভেম্বরে ৫০-এর ঘরে পা দিতে চলেছেন এ লাবণ্যময়ী। তবুও সংসার জীবন শুরু করেননি। এ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ভক্ত-অনুরাগীরা অনেকবার তার ইচ্ছা ও পরিকল্পনার কথা জানতে চেয়েছেন।

সুস্মিতা জানিয়েছেন বিয়ে করার ইচ্ছা রয়েছে তার। তবে বিয়ের জন্য কোনো ধরাবাঁধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ নায়িকা। সুস্মিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেন এ অভিনেত্রী।

সুস্মিতা বলেন, আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতে তো হবে। আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে তাই না? যে দিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সে দিন করব কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এই বেশ ভাল আছি।

২০২১ সালে রহমান শলের সঙ্গে প্রেমের ইতি টানেন সুস্মিতা। এরপর অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদির। বছর দুয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ললিত মোদির সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়। তখন ললিত অভিনেত্রীকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেছিলেন। তবে সে সম্পর্কেও ফাটল ধরে পরে।

বিয়ে না করলেও দুই সন্তানের মা সুস্মিতা। অল্প বয়েসেই দুটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি নাগরিক ইনস্টিটিউট প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com