পুলিশবন্ধু, ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা এক মহিলা জুলি। জুলি কীভাবে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে ধীরে ধীরে একজন রাজনীতিক হয়ে ওঠে তার পেছনের গল্প। যেখানে কলকাতা শহরের প্রেক্ষাপটে রাজনীতির বিভিন্ন স্তরকে ধরা হবে। এভাবেই এগোতে থাকতে নতুন ওয়েব সিজির ‘জুলি’। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।
সিরিজে জুলির চরিত্রে দেখা যাবে পাওলি দামকে। এছাড়া সিরিজের অন্যান্য কাস্টিংও নজরকাড়া। এক জন সিবিআই অফিসারের চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে। কৌশিক সেন ও সুজপ্রসাদ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রাজনীতিকের চরিত্রে। অন্যদিকে পাওলির বিপরীতে এক জন তরুণ রাজনীতিকের চরিত্রে থাকছেন শ্রুতি দাস।
অরিত্র সেন পরিচালিত ‘জুলি’ ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে আগামী ২০ মার্চ থেকে। এটি ওটিটি প্লাটফর্ম আড্ডা টাইমস্-এ মুক্তি পাবে বলে জানা গেছে।
উল্লেখ্য, অরিত্র সেন এর আগে পর্দায় প্রেমের গল্প বলেছেন। তৈরি করেছেন থ্রিলারও। কিন্তু এই প্রথম রাজনৈতিক থ্রিলার পরিচালনা করতে চলেছেন। গত বছর অরিত্র পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিটি দর্শকের পছন্দ হয়। এর আগে অরিত্র সেনের ‘কালী’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন পাওলি দাম।