পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকার স্বামীকে কোপানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ১৭ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ গরগনার ব্যারাকপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রবি সিং ওরফে বুচুকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে ব্যারাকপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বেলিয়াতালি রোড হয়ে বাড়ি ফিরছিলেন সুরজিৎ সিং (৩৭)। সেই সময় হঠাৎই তার ওপর চড়াও হয় দুষ্কৃতিকারীরা। তারা তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় লুটিয়ে পড়েন সুরজিৎ।
বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সুরজিৎ। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তারা ব্যারাকপুর পৌরসভা ও টিটাগর থানায় খবর দেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত রবি সিং ওরফে বুচুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। বুচুকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ গণমাধ্যমকে জানায়, সুরজিতের স্ত্রী পারমিতা সিং দাসের সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল রবি সিং ওরফে বুচুর। বিয়ের পরও সে সম্পর্ক চলছিল। সুরজিৎ কিছুদিন আগে এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। তিনি পারমিতাকে বেধড়ক মারধর করেন ও তার ফোন কেড়ে নেন। এই রাগের জেরেই সুরজিতের ওপর হামলা করেছেন বুচু।