1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

পদোন্নতি পাওয়ার দিনে স্ত্রীকে হারালেন যশোরের এসপি

  • প্রকাশকাল : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
পদোন্নতি পেয়েছেন যশোর জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার। পদোন্নতি পেয়ে এসপি থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হয়েছেন তিনি। তবে পদোন্নতির আনন্দ ম্লান হয়ে যায় স্ত্রীর মৃত্যুতে। একই দিনে এই এসপির স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন।

এসপি প্রলয় কুমারের স্ত্রী বিপ্লবী রানি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোর জেলার সভানেত্রী ছিলেন।

পুলিশ সদরদপ্তর জানায়, সোমবার (৬ নভেম্বর) ভোরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিপ্লবী রানি। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র সন্তান রেখে গেছেন।

বিপ্লবী রানির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বিপ্লবী রানির পারলৌকিক শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বিপ্লবী রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এদিকে যখন স্ত্রীর মৃত্যুর সংবাদে কাতর এসপি, তখনই তিনি সংবাদ পেলেন পদোন্নতির।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রলয়সহ মোট ১২ জনকে এই পদোন্নতি দেওয়া হয়।

নেত্রকোনার সন্তান প্রলয় কুমার জোয়ারদার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৪তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগ দেন। পুলিশ বাহিনীতে কর্মজীবনে টানা দুই মেয়াদে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কর্মজীবনে তিনি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈশ্বিক মহামারি করোনা সংকটকালে তিনি নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) পদে কর্মরত থাকাকালে মানুষের বিপদে পাশে থেকে ‘সুপার হিরো’ খ্যাতি অর্জন করেন

২০২১ সালের জানুয়ারি মাসে তিনি যশোরের এসপি হিসেবে যোগদান করেন।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি নাগরিক ইনস্টিটিউট প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com