পুলিশবন্ধু, আলোচিত সংবাদ চক্র ডেক্স:
বিএনপির অষ্টম দফা অবরোধের আগের রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। আগুনে দগ্ধ হয়েছেন হেলপার সায়মন (২৪)।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, রাত ৯টা ৪০মিনিটের দিকে সোনারগাঁও থানাধীন পাকুন্দা ও শিরাবো এলাকার মাঝামাঝিতে রাস্তার ওপর একটি মালবাহী ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে ট্রাকটির হেলপার সায়মনকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, হেলপার সায়মনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কারা, কীভাবে আগুন লাগিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।