1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

  • প্রকাশকাল : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট নেওয়া হয় বিকেল ৪টা পর্যন্ত।

৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট নেওয়া হয়। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।

সবশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এ ছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।

এবারের নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, সে লক্ষ্যে বরাবরই দৃশ্যমান ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা, বিশেষ করে পশ্চিমা বিশ্বের। যদিও শেষ পর্যন্ত রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের সমমনা ১৬ দল এ নির্বাচন বর্জন করেছে। শুধু তাই নয়, ভোটারদেরও আহ্বান জানিয়েছে ভোট বর্জনের। এরই ধারাবাহিকতায় ভোটের আগে ও পরে ৪৮ ঘণ্টার হরতালও ডেকেছে সরকারবিরোধী দলগুলো।

বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যেই যাত্রীবাহী যানবাহনে বিশেষ করে বাসে ও ট্রেনে নাশকতা চলছে। ট্রেনে দেওয়া আগুনে গত শুক্রবারও নিহত হয়েছে পাঁচ যাত্রী। ২৮ অক্টোবরের পর যানবাহনে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে যাত্রী-শ্রমিকের মৃত্যুর একের পর এক ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com