1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

দেশের রপ্তানি আয় ফেব্রুয়ারিতে বেড়েছে ১২ শতাংশ

  • প্রকাশকাল : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

পুলিশবন্ধু, অর্থ-বাণিজ্য ও ব্যবসা প্রতিষ্ঠান ডেক্স:
রেমিট্যান্সের পর রপ্তানিতে সুখবর। সমাপ্ত ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে প্রায় ৫১৯ কোটি ডলার। গত বছরের একই মাসের চেয়ে এ আয় ১২ শতাংশ বেশি। ওই মাসের ৪৬৩ কোটি ডলার। অর্থাৎ গত বছরের ফেব্রুয়ারির চেয়ে গেল ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে ৫৬ কোটি ডলার। টাকার হিসেবে ৬ হাজার কোটি টাকারও বেশি। অবশ্য, গত জানুয়ারিতে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৫৭২ কোটি ৪৭ লাখ ডলারের রপ্তানি আয় আসে দেশে।

ফেব্রুয়ারিতে ২১৭ কোটি ডলার রেমিট্যান্স আসে দেশে যা যেকোনো ফেব্রুয়ারি মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে কোনো ফেব্রুয়ারিতে ২০০ কোটি ডলার ছাড়ায়নি রেমিট্যান্স।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি হালনাগাদ রপ্তানি প্রতিবেদন সোমবার (৪ মার্চ) প্রকাশ করেছে। এতে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে রপ্তানি বেশি হয়েছে গত বছরের একই মাসের চেয়ে ১২ শূন্য ৪ শতাংশ। চলতি অর্থবছরের আর কোনো মাসে এত বেশি হারে প্রবৃদ্ধির রেকর্ড নেই। গত মাসে যখন রেকর্ড রপ্তানি আয় আসে দেশে তখনও প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।

ফেব্রুয়ারি মাসে বড় অংকের রপ্তানি সত্ত্বেও সরকার নির্ধারিত মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। লক্ষ্যমাত্রা ছিল ৫২৪ কোটি ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কম হয়েছে ১ শতাংশ। একক মাসের হিসাবের বাইরে সার্বিক রপ্তানি অর্থাৎ চলতি অর্থবছরের জুলাই থেকে সমাপ্ত ফ্রেব্রুয়ারি পর্যন্ত গত ৮ মাসে রপ্তানি বেড়েছে গত অর্থবছরের একই মাসের চেয়ে ৩ দশমিক ৭১ শতাংশ। তবে সার্বিক হিসেবেও রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারণ করা লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত রপ্তানি আয় ৬ দশমিক ৪৮ শতাংশ কম। মোট তিন হাজার ৮৪৫ কোটি ডলার রপ্তানি আয় আসে এ সময়। এ সময়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১১২ কোটি ডলার।

রপ্তানি খাতের প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানি চিত্র বেশ ভালো। সার্বিক রপ্তানির গড় প্রবৃদ্ধির তুলনায় একক পণ্য পোশাকের প্রবৃদ্ধি বেশি। গত ৮ মাসে তৈরি পোশাকের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৭ শতাংশ। এ সময় মোট তিন হাজার ২৮৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়, যা গত অর্থবছরের একই সময়ে ছিল তিন হাজার ১৩৬ কোটি ডলার।

ফেব্রুয়ারিতে ভালো রপ্তানি আয়ের কারণ জানতে চাইলে পোশাক খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান ইভিন্স গ্রুপের ইভিটেক্স ড্রেসের পরিচালক শাহ রাঈদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এবার লিফ ইয়ার হিসেবে ফেব্রুয়ারি মাস ১ দিন বেশি ছিল। গত ফ্রেব্রুয়ারি কিংবা অন্য ফেব্রুয়ারির তুলনায় এবারের ফেব্রুয়ারিতে ১ দিনের রপ্তানি বেশি যোগ হয়েছে। এছাড়া বিশ্ব অর্থনীতিতে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। প্রধান বাজার ইউরোপ আমেরিকায় মূল্যস্ফীতি কমছে। এর ফলে গত কয়েক মাস ধরে ব্র্যান্ড ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সামনে নতুন মৌসুমও রয়েছে। আগামীতে প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী তিনি।

তৈরি পোশাকের বাইরে রপ্তানি খাতের প্রধান এবং আলোচিত পণ্যের মধ্যে কৃষিপণ্যের রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ। ওষুধ রপ্তানি বেড়েছে প্রায় ১৩ শতাংশ। তবে চামড়া ও চামড়া পণ্যের রপ্তানি কমে গেছে ১৪ শতাংশেরও বেশি। পাটের রপ্তানি কমেছে প্রায় ৫ শতাংশ। হোমটেক্সটাইলের কমেছে ৩০ শতাংশ। ছোটখাটো অন্যান্য বেশির ভাগ পণ্যের রপ্তানিই কমেছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com