1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ হারুন বেপারী, মোঃ শাহাবুদ্দিন হাওলাদার, মানিক ওরফে মইনুল ওরফে মাইনুদ্দিন, মোঃ তাঁরা মিয়া, মোঃ নুরুজ্জামান দেওয়ান ওরফে জামান, মোঃ কামরুল ও মোঃ আসাদ খান।

আজ বুধবার সকালে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীনের নেতৃত্বে গত সোমবার (৩ অক্টোবর ২০২৩খ্রি.) মোহাম্মদপুর থানার বছিলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জনকে গ্রেফতার করেন । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে আরও ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ১৬টি ব্যাটারি, ১টি বড় ট্রাক, ২টি চাপাতি, ১টি ছুরি, ১টি তালা কাটার যন্ত্র, ১টি সাবল, ২টি হাতুড়ি, ১টি লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের অপরাধের কৌশল সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, আসামীরা ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাসে ডাকাতি করে, দোকান, গোডাউন ও বাসা বাড়ির তালা কেটে ডাকাতি করে। গ্রেফতারকৃতদের প্রত্যেকের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।। ডাকাতির লুণ্ঠিত মালামাল ক্রয়ে জড়িত এবং ডাকাত দলের প্রধান পৃষ্ঠপোষক মোঃ নুরুজ্জামান দেওয়ান ওরফে জামান ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের একজন ইউপি সদস্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও শ্যামপুর থানায় ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com