1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

দীর্ঘ ২৫ বছর পর আবার একসাথে এ আর রহমান-প্রভু দেবা

  • প্রকাশকাল : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

পুলিশবন্ধু, ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
দীর্ঘ ২৫ বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন গানের জগতের সেরা এ আর রহমান এবং ভারতের নাচের গুরুদেব প্রভুদেবা। মুকাবলা এবং উর্বশীসহ তামিল মুভি কাধলান এর হিট গান গুলো অসাধারণ সাফল্য লাভ করে। ২৫ বছর পরও সেই গানগুলোর চর্চা তুঙ্গে। হিন্দি এবং তেলেগুতে ডাব করা সংস্করণের পাশাপাশি এই গানগুলোর আসল ভার্সনও বক্স অফিসে আধিপত্য বিস্তার করে এবং একটি প্রজন্মকে প্রভু দেবার নৃত্যের চাল অনুকরণ করতে অনুপ্রাণিত করে।

তাদের উল্লেখযোগ্য কাজ, যেমন জেন্টলম্যান থেকে চিকু বুকু রাইলে, মিস্টার রোমিও থেকে রোমিও আটম এবং কাধলান থেকে পেট্টা র‍্যাপ, বছরের পর বছর ধরে সবার মনে জায়গা করে নিয়েছে।

বর্তমানে তৈরি হওয়া এআরআরপিডি৬ নামে পরিচিত ছবিতেই একসঙ্গে আবারও দেখা যাবে তাদের। এই ছবিটি লেখক ও পরিচালক মনোজ এন এস-এর একটি সৃজনশীল প্রচেষ্টা। ২২ মার্চ সিনেমাটির পোস্টার পোস্ট করার পাশাপাশি এই ঘোষণা দেন রহমান নিজেই।

মিউজিক মেস্ট্রো যে পোস্টারটি শেয়ার করেছিলেন, তাতে ‘মুকাবলা’ গানের প্রভু দেবার একটি স্মরণীয় ছবি দেখানো হয়েছে, যার পটভূমিতে সোনালি আকাশে রহমানের একটি সোনালি সিলুয়েট সেট করা হয়েছে।

এআরআরপিডি৬-এর কাস্টের মধ্যে রয়েছে প্রভু দেবা, যোগী বাবু সহ মালয়ালম অভিনেতা অজু ভার্গিস এবং অর্জুন অশোকান প্রধান চরিত্রে অভিনয় করছেন। ছবিতে অভিনয় করবেন মোটা রাজেন্দ্রন এবং রেডিন কিংসলেও।

মনোজ এনএস, দিব্যা মনোজ এবং ডা. প্রবীন এলাক দ্বারা প্রযোজনা করা হয়েছে এই ছবি। রহমান ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন। রহমান এবং প্রভু দেবার ছয়তম একসঙ্গে কাজের শিগগিরিই চিত্রগ্রহণ শুরু হতে চলেছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com