পুলিশবন্ধু, ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন:
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় বাংলাদেশকেও যোগ করতে চায় পাকিস্তান। এটি দুই দেশের ক্রিকেট বোর্ডের ক্রমবর্ধমান সুসম্পর্কের প্রমাণ বলে জানিয়েছেন পিসিবির মিডিয়া ও কমিউনিকেশনস পরিচালক সামি উল হাসান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘পিসিবি ও বিসিবির মধ্যে চমৎকার কার্যকরী সম্পর্ক রয়েছে। এটি নতুন কিছু নয়—দীর্ঘদিন ধরেই আছে এবং দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি বাংলাদেশ শিগগিরই পাকিস্তান সফর করবে এবং পাকিস্তানও বাংলাদেশ সফর করবে। দ্বিপাক্ষিক সিরিজ অব্যাহত থাকবে এবং যখনই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সুযোগ আসবে, তখন দুই বোর্ডের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সেটি অনুষ্ঠিত হবে।’
আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আগামী মে মাসের শেষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ পাকিস্তান সফর করবে। অন্যদিকে বিসিবি জুলাই-আগস্টে পাকিস্তানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে। যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে উভয় বোর্ডই এই সিরিজ নিয়ে আশাবাদী।