পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
রাজধানীর রায়েরবাগে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় বাতেন(৫০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক(এএসআই) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে দশটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাতেন গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।
এ পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসা কনস্টেবল আনিসুর রহমান বলেন, এএসআই বাতেন যাত্রাবাড়ী থানা রায়েরবাগ এলাকায় মোটরসাইকেল করে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক বলেন, তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।