পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে র্যাব সদস্যরা সেখানে যান বলে জানা গেছে।
তবে রাত সাড়ে ১২টার দিকে র্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র্যাব জুরাইন এলাকার রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে। সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ খবর হলো ঘটনাস্থলের উদ্দেশে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা করেছে।