পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন। মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মার্কিন সেনাবাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়া সীমান্তের নিকটবর্তী জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘ইরান সমর্থিক উগ্র সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে।’
তবে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমরা এখনও তথ্য-প্রমাণ সংগ্রহ করছি। তবে আমরা জানি, এটা ইরাক ও সিরিয়ায় তৎপর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কাজ।’
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের প্রেক্ষিতে পুরো মধ্যপ্রাচ্য উত্তাল হয়ে উঠেছে। এমন পরিস্থিতির মধ্যে গত কয়েক সপ্তাহে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি। জর্ডানেই প্রথম হতাহতের ঘটনা ঘটলো। হামলার কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, হামলায় দায়ীদেরকে সময় মতো ধরব আমরা।’