পুলিশবন্ধু আলোচিত সংবাদ ডেক্স:
আগামীকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। অনেক আলোচনা ও মতামত শেষে চূড়ান্ত হয়েছে দলের নাম- ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।
তবে কেন্দ্রীয় কমিটির কয়েকটি নাম ইতোমধ্যে চূড়ান্ত হলেও শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ কয়েকটি পদে এখনো একাধিক দাবিদার রয়ে গেছেন। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাহিদ-আখতাররা। একাধিক দাবিদার পদের মধ্যে রয়েছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলটির আহ্বায়ক মনোনিত হয়েছেন নাহিদ ইসলাম, যিনি দুদিন আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। আর সদস্যসচিব হিসেবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির আখতার হোসেন। এ দুপদে তাদের নাম কয়েকদিন ধরেই আলোচনায় ছিল।
আজ আরও তিনটি পদে নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। তাদের মধ্যে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, আগামীকাল আত্মপ্রকাশের আগেই শীর্ষস্থানীয় কয়েকটি খালি পদের নাম চূড়ান্ত হবে।