1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

চট্টগ্রামে প্রাইভেট সেক্টরের উন্নয়ন ও দক্ষ কর্মসংস্থান সংক্রান্ত সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশকাল : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

পুলিশবন্ধু, সংগঠন-পেশাজীবী ও প্রশিক্ষণ ডেক্স:
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র যৌথ উদ্যোগে চট্টগ্রামে প্রাইভেট সেক্টরের ব্যবসায়িক উন্নয়ন এবং দক্ষ কর্মসংস্থান সৃষ্টির উপায় অনুসন্ধান শীর্ষক ‘ডায়ালগ’ আজ নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

চিটাগং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টিওমো পৌটিএ্যাইন্যান, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ ও ওমর মুক্তাদির, বিশিষ্ট ব্যবসায়ী সালাহ্উদ্দীন কাসেম খান, চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), চিটাগাং চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক, বেপজা ও বেজা’র কর্মকর্তাগণ, ফুটওয়্যার, শিপিং, আইটি, ই-কমার্স, ট্যুরিজম, ইলেক্ট্রনিক্স, লজিস্টিক্স, টেক্সটাইল ও আরএমজি সেক্টরের প্রতিনিধিবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, চট্টগ্রাম এ অঞ্চলের অন্যতম ব্যবসায়িক হাব। এখানে দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শিল্প নগরে প্রায় ১৫ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও চট্টগ্রামে সরকারি-বেসরকারি ৩টি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক-এর শিল্প নগরীগুলোতে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এখানেও রয়েছে কর্মসংস্থানের দারুণ সম্ভাবনা।

এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়িক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উপায় বের করা ও দক্ষ কর্মী গড়ে তুলতে গুণগত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, কক্সাবাজারে পর্যটন, ইকো ট্যুরিজম ও মেরিন ট্যুরিজম, ব্লু ইকোনমি এবং লবণ শিল্পের উন্নয়নের জন্য দক্ষ জনবল প্রয়োজন। আইএলও এবং বাণিজ্য সংগঠনগুলো কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।

আইএলও’র প্রতিনিধিগণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে মোট ৫টি সেক্টরের জন্য সমীক্ষা করে ৪৯টি স্কিল ক্যাটাগরি চিহ্নিত করেছেন। এসব ৪৯টি ক্যাটাগরির দক্ষতা উন্নয়নের জন্য চিটাগাং চেম্বারের সাথে আইএলও যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com