পুলিশবন্ধু চ্যারিটি গ্যালারী পোস্টঃ
জীবন যাপনের প্রয়োজনে প্রতি নিয়ত আমরা অনেক ধরণের জিনিস পত্র ব্যবহার করি। এর মধ্যে কিছু জিনিস পুরাতন বা অদরকারি হয়ে পড়ে। যেগুলো আমরা আমাদের জন্য বোঝা বা আবর্জনা মনে করি। এই ধরণের অদরকারি জিনিস পত্র আমরা হয়তো আমাদের স্টোর রুমে ফেলে রাখি, অথবা ডাস্টবিনে ফেলে দিই, অথবা ভাংগারি ওয়ালাদের কাছে বিক্রি করে দিই।
ভাংগারিওয়ালারা ঐ জিনিস পত্র গুলো কিনে নিয়ে ভাংগারি মহাজনদের কাছে বিক্রি করে মুনাফা করে। তার অর্থ হচ্ছে, আপনার জন্য এই অদরকারি জিনিস পত্র গুলো সমাজের কারো না কারো জন্য দরকারি। তাই, ব্যবহৃত অদরকারি এই জিনিস পত্র গুলো কেন্দ্র করে একটি শ্রেনী তাদের জীবন যাপন করছে।
এতে করে, যাদের সামর্থ্য নাই। এবং যারা ছিন্নমূল জীবনের বেড়াজালে আবদ্ধ। তাদের অনেকেই অর্থের অভাবে দরকারি অনেক জিনিসের ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে।
পুলিশবন্ধু চ্যারিটি গ্যালারী হচ্ছে সমাজের ছিন্নমূল মানুষের প্রয়োজন পূরণ করতে পাশে থাকতে চাই। তাই, আপনি চাইলে ঘরে বসে আপনার অদরকারি জিনিস পত্র ‘পুলিশবন্ধু চ্যারিটি গ্যালারী’তে দান করতে পারেন। আপনার দেয়া জিনিস পত্র পৌঁছে দেয়া হবে ছিন্নমূল মানুষের প্রয়োজন পূরণে।
পুলিশবন্ধু চ্যারিটি গ্যালারীতে আপনার অদরকারি জিনিস পত্র দান করতে চাইলে যোগাযোগ করুনঃ
পুলিশবন্ধু চ্যারিটি গ্যালারী
policebondhu@gmail.com
+88 01716 983355, +88 01976 983355