পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতের একটি ভবনের ছাদ থেকে পড়ে ইসমাইল গিল সেরানো নামের স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার (৩ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বলেন, দুপুরের দিকে গুলশানের পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়। প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
নিহত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, ইসমাইল গিল সেরানো স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে তিনি মানুষজনকে বিনা কারণে মারধর করেছেন। তার এসব ঘটনার বিষয়ে অনেকে ৯৯৯ এর মাধ্যমে আমাদের ফোন করে অভিযোগও জানিয়েছিল।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।