পুলিশবন্ধু, প্রতিষ্ঠান-পেশাজীবী ও আত্মউন্নয়ন ডেক্স:
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা প্রদানকারী সার্ভিস প্রোভাইডাদের নিয়ে আরএইচস্টেপ’র উদ্যোগে ও আরএইচআরএন-২ প্রকল্পের সহযোগিতায় গাইবান্ধা সদর উপজেলা সম্মেলন কক্ষে রোববার দু’দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ডাইরেক্টর ড: এলভিনা মুসতারি, আরএইচআরএন-২ এর প্রজেক্ট অফিসার তৌসিন আহমেদ সোহেল, আরএইচস্টেপ’র গাইবান্ধা প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হক, প্রোগ্রাম ম্যানেজার ড: রেজওয়ান রহমান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডা: মো. আসাদুল হক প্রমুখ।
স্বাস্থ্যসেবা প্রদানের উপর দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা প্রদানকারী ২০ জন সার্ভিস প্রোভাইডার অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়। যাতে তাদের কাজ করতে সুবিধা হয়। এ ছাড়াও তাদের মতামত শোনা হয়, যা সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রশিক্ষণে তাদেরকে জেন্ডার, জিটিএ, সিএসই ও এসআরএইচআর বিষয়ে নানা ধারণা প্রদান করা হয়। ফলে তারা সেবা প্রদানে এক ধাপ এগিয়ে যাবে। শেষে প্রশিক্ষণে অংশ নেয়া সকলকে সনদপত্র প্রদান করা হয়।