1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

খোলাবাজারে আবারও ডলার সংকট

  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, উদ্যোক্তা চক্র:
খোলাবাজারে আবারও ডলার সংকট, দর উঠেছে ১২৬ টাকা পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, মানি এক্সচেঞ্জ থেকে ব্যাংকগুলো বড় অংকের নগদ ডলার কেনায় আবারও সংকট তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রার। কাজের সন্ধানে ইউরোপে যাওয়ার সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছেন শামীম ইসলাম। তবে খরচ মেটানোর জন্য মিলছে না প্রয়োজনীয় নগদ বৈদেশিক মুদ্রা।

শামীম বলেন, মানি এক্সচেঞ্জে ডলার কিনতে এসেছি। কিছুক্ষণ আগে বললো ১২৬ টাকা। এখন বলছে ১২৭ টাকা। আবার এত দাম দিয়েও সহজে পাওয়া যাচ্ছে না।

একই অবস্থা অন্যদেরও। বাড়তি মূল্য দিয়ে খোঁজ পাচ্ছেন না সোনার হরিণ বনে যাওয়া নগদ ডলার। শুধু ডলার নয়, অন্যন্য বৈদেশিক মুদ্রারও সংকট রয়েছে মানি এক্সচেঞ্জ হাউজগুলোতে।

আরেকজন গ্রাহক বলেন, আমার আব্বু-আম্মু চিকিৎসার জন্য ভারত যাবেন। তাই ডলার প্রয়োজন। কিন্তু তা পাচ্ছি না। আমার টিকিট-ভিসা-সব আছে। তবু মার্কিন মুদ্রাটি পাওয়া যাচ্ছে না। মানি এক্সচেঞ্জ বলছে ডলার নেই।

বিক্রেতার বলছেন, ডলারের মূল্য বেঁধে দেয়ায় সংকট তৈরি হয়েছে বাজারে। এছাড়া খোলাবাজার থেকে ব্যাংকগুলো নগদ ডলার সংগ্রহের অভিযোগ ব্যবসায়ীদের। যার নেতিবাচক প্রভাব পড়েছে কার্ব মার্কেটে। এক ক্রেতা বলেন, ব্যাংকের যখন ডলার দরকার হচ্ছে, তখন সমানে তা কিনে নিচ্ছে তারা। ফলে আমরা পাচ্ছি না।

এক বিক্রেতা বলেন, সাধারণত প্রবাসীরা ব্যাংকে রেমিট্যান্স পাঠান। সেখানে যে দামে কেনা হয়, সেটার সঙ্গে আমাদের সমন্বয় করলে আমরা তা লেনদেন করতে পারবো।

আরেক বিক্রেতা বলেন, আমাদের এখানে প্রচুর চাহিদা আছে। কিন্তু আমরা জোগান পাচ্ছি না। দেশে বিদ্যমান রেটে ডলার কেনা যাচ্ছে না। ফলে বিক্রিও করতে পারছি না। ইতোমধ্যে বড় বড় ব্যবসায়ী ও আমলাদের ঘরে ডলারের মজুতের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com