1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

কৃষি কর্মকর্তার গাড়ি থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

  • প্রকাশকাল : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্সঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা। অন্য দু’জনের একজন তাঁর স্বামী, অপরজন গাড়িচালক।২৫ নভেম্বর ২০২২ (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার দিয়ে ইয়াবা পাচারকালে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, তাঁর স্বামী মোতাহার হোসেন সেলিম ও প্রাইভেটকার চালক আজিজুল হক।

পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে মাদক পাচার হচ্ছিল বলে সংবাদ পাওয়া যায়। ওই খবরে পুলিশের একটি টিম অভিযান চালায়। সন্দেহজনক গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, আমরা তিন বান্ধবী ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। ফেরার পথে দুই বান্ধবীকে নামিয়ে বাড়ি ফিরছিলাম। সন্ধ্যার কিছু আগে আমার স্বামী সেলিম ফোন করে জানান, তিনি যাত্রাবাড়ী আছেন, তাঁকে যেন নিয়ে যায়। তবে তাঁর সঙ্গে কী ছিল না ছিল জানা নেই। এক বছর ধরে তাঁর সঙ্গে আমার তেমন যোগাযোগ ছিল না। সম্প্রতি তিনি ভালো হয়ে গেছেন বলে আমার কাছে অঙ্গিকার করে কান্নাকাটি করেছেন। এ ঘটনায় আমি জড়িত নই। সেলিম আমাকে ও গাড়ির চালককে ফাঁসিয়ে দিয়েছেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পাঁচ হাজার ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা আছেন। এ ঘটনায় তদন্ত না করে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com