পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
নবীগঞ্জের কলেজছাত্র তাহসিন ১৮ হত্যা মামলার প্রধান আসামি মান্না মিয়াকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নবীগঞ্জ থানার একদল পুলিশ মৌলভীবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে মান্নাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মান্না নবীগঞ্জ শহরের ওসমানী রোডের হেবলু মিয়ার ছেলে। মান্না কলেজছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন (১৮) হত্যা মামলার প্রধান আসামি।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই রাজিব, এসআই পিযুষের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মান্নাকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য- গত ২৭ ফেব্রুয়ারি রাতে পূর্ববিরোধের জের ধরে নবীগঞ্জ শহরে কলেজছাত্র তাহসিনকে ছুরিকাঘাত করে তার সহপাঠিরা। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাহসিন। (৩ মার্চ) রাতে নিহত সৈয়দ রাইসুল হক তাহসিনের মা মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী-শিক্ষিকা মাহফুজা সুলতানা বাদী হয়ে ১১ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১২ দিন পর মামলার প্রধান আসামিকে গ্রেফতার করলো পুলিশ।