1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারী এনজিও কর্মী আটক

  • প্রকাশকাল : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু গণমাধ্যম ও বিবিধ চক্র ডেক্স:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত মো. আরিফ উল্লাহকে (২৫) দেশীয় তৈরি ২টি এলজি বন্দুকসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, মহেশখালী থেকে এসব অস্ত্র সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পে। এনজিও কর্মী হলেও দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করে আসছিল আরিফ উল্লাহ। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার সদর সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আটক মো. আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। এক বছর ধরে সেই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত।

মিজানুর রহমান বলেন, এনজিও সংস্থা ব্র্যাকের মাঠকর্মী হলেও আরিফ উল্লাহ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে তাকে আটকের চেষ্টা করলেও পুলিশ অনেকবার ব্যর্থ হয়। সর্বশেষ সোমবার রাতে ২টি এলজি বন্দুকসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের বিষয়টি স্বীকার করেছে সে।

স্বীকারোক্তিতে আরিফ উল্লাহ জানায়, মহেশখালী থেকে অস্ত্র কিনে বেশি দামে রোহিঙ্গাদের কাছে বিক্রি করে আসছিল সে। এনজিও কর্মী হওয়ার সুবাদে তাকে কেউ সন্দেহ করত না। মিজানুর রহমান জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে আটক আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com