1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

এক মঞ্চে নাচলেন বলিউডের তিন খান

  • প্রকাশকাল : রবিবার, ৩ মার্চ, ২০২৪

পুলিশবন্ধু, ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন:
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট চলতি বছরের জুলাই মাসের ১২ তারিখে গাঁটছড়া বাঁধবেন। এদিকে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহের অনুষ্ঠানে মঞ্চে জমিয়ে নাচলেন বলিউডের তিন খান। তাও আবার একসঙ্গে। শাহরুখ, সালমান ও আমিরের নাচের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে বলিউডের এই তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছিল রজত শর্মার ‘আপ কি আদালত’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এক মঞ্চে। তবে তখনও তাদের মাঝে দুরত্ব লক্ষ করা গেছে। বিশেষ করে আমির ও শাহরুখের। তবে এবার তিন খান যেন তিন ভাই! একে অন্যের পরিপূরক হয়েই মঞ্চে এলেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নাচের মুহূর্তগুলো বেশ উপভোগ করেছেন তিন খান। ‘নাটু নাটু’ গানে হাসি মুখে একে অপরের সঙ্গে নাচে পা মেলালেন। আবার একে অপরের সিগনেচার পোজ নকলও করেছেন তারা।

‘নাটু নাটু’ ছাড়াও সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।

এদিন শাহরুখ ও সালমানের পরনে ছিল আফগানি স্টাইলের কালো পায়জামা ও কুর্তা এবং আমির খানের পরনে ছিল সবুজ কুর্তা।

অনন্ত ও রাধিকার প্রাক বিবাহের অনুষ্ঠানে যেন তারার মেলা বসেছে। বিনোদন অঙ্গন থেকে সালমান এবং আমির খান ছাড়াও বলিউডের আরও অনেক তারকাকে দেখা গেছে অনুষ্ঠানে। এদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মতো তারকারা।

আবার এমএস ধোনি, রোহিত শর্মা এবং শচীন টেন্ডুলকারের মতো বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরাও এ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছেন। তিনদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে পারফর্ম করেন রিহানার মতো আন্তর্জাতিক তারকা। তবে আজ রোববার (৩ মার্চ) কী চমক থাকছে, সেটি এখন দেখার অপেক্ষা।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com