পুলিশবন্ধু বুলেটিন ডেক্স:
এ সপ্তাহের বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) একদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আনুষ্ঠানিক দাওয়াত দিতে তিনি এ সফরে আসছেন বলে নয়া দিল্লি থেকে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
সোমবার (২৫ এপ্রিল ২০২২) দিল্লিতে সাংবাদিকদের কাছে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘হ্যাঁ, বৃহস্পতিবার একদিনের জন্য ঢাকা সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি বহন করবেন। এই চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।’
নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শ্রিংলা। ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও বাংলাদেশ হাই কমিশনার মুহাম্মদ ইমরান।
অনুষ্ঠানে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব শক্তিশালী করায় নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন শ্রিংলা। দুই দেশের এই দুই প্রতিনিধি মৈত্রী দিবস লোগা প্রতিযোগিতায় বিজয়ীকে পুরষ্কার তুলে দেন।