1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

ঈদের দিন সড়ক দূর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি

  • প্রকাশকাল : বুধবার, ৪ মে, ২০২২

পুলিশবন্ধু বুলেটিন ডেক্স:
ঈদের দিনে দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন। এদের মধ্যে গাজীপুরে পাঁচজন, ময়মনসিংহে তিনজন, কুমিল্লায় তিনজন, টাঙ্গাইলে দুজন এবং সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারীপুর একজন ও মানিকগঞ্জে একজন করে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) ঈদের দিন সকাল থেকে এ দুর্ঘটনাগুলো ঘটে।

ময়মনসিংহে নিহত ৩
ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন-উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন (২৫), একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪) ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে জাকারিয়া মিয়া (২০)।

গাজীপুরে নিহত ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। ঈদের দিন বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার সাদুল্লা হাজীপাড়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে রেনু বেগম , গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন, জামালপুর জেলার সানন্দবাড়ী গ্রামের মৃত সফিকের স্ত্রী সাথী বেগম। অপর দুজনের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

কুমিল্লায় নিহত ৩
কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে একজন ও প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হন।মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-মাধাইয়া এলাকার সোহেল (২৫), মাখাইয়ায় এলাকার নাজমা বেগম (৪৬) ও বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার মৃত সিরাজুল হক তালুকদারের ছেলে মঞ্জুরুল হক তালুকদার (৩৫)।

টাঙ্গাইলে নিহত ২
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) ও রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)। ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ার হোসেন হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ নিহত ১
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জের তাড়াশে সেতুর অ্যাপ্রোচে ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে নিহত ১
লক্ষ্মীপুরের রামগতিতে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় সিয়াম ( ১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে ) বিকেলে লক্ষ্মীপুর-আলেকজান্ডার সড়কের জমিদারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরে নিহত ১
মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জে নিহত ১
মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মহিদুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার সরুন্ডি এলাকার মহিদুর রহমান বাসিন্দা।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com