1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়া-বাংলাদেশের নারী ক্রিকেটারদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

  • প্রকাশকাল : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

পুলিশবন্ধু, ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন:
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

বিশ্বকাপ ছাড়া এর আগে কখনও বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। এবারই প্রথম এলিস পেরি-এলিসা হিলিরা এসেছেন বাংলাদেশে, ৩টি করে ওয়ানডে ও ৩টি করে টি-টোয়েন্টি খেলতে। ইতোমধ্যে অবশ্য বাংলাদেশকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে অজিরা।

মঙ্গলবার সফরকারীরা নিশ্চিত করেছে টি-টোয়েন্টি সিরিজও। এদিকে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই দুই দলের ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টায় নারী ক্রিকেটারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী দুই দলের নারী ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছেন আগামীকাল। নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন, ফটোসেশন হবে। সব ঠিক থাকলে বুধবার সাড়ে ১২টা থেকে ১টার ভেতর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে দুই দল।’

গত ১৭ মার্চ ঢাকায় পা রাখে অ্যালিসা হিলির দল। ২১ মার্চ থেকে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। ব্যাট হাতে সুবিধা করতে না পারাই এমন ব্যর্থতা। ৩ ম্যাচেই বাংলাদেশের মেয়েরা আশানুরূপ পারফর্ম করতে পারেনি। কোন ম্যাচেই দলীয় রান পৌছায়নি ১০০’র ঘরে। তবে হোয়াইটওয়াশের লজ্জা ভুলে জ্যোতিদের সুযোগ ছিল টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর।

৩১ মার্চ থেকে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু টানা দুই টি-টোয়েন্টিতে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ হবে ৪ এপ্রিল। মাঝে একদিনের বিরতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে ক্রিকেটারদের। ৫ এপ্রিল অস্ট্রেলিয়ার বিমান ধরবে অজি মেয়েরা।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com