1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

অনলাইন চা নিলাম কেন্দ্রের যাত্রা শুরু

  • প্রকাশকাল : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

পুলিশবন্ধু উদ্যোক্তা ও বাণিজ্য চক্র:
দেশের প্রথম অনলাইন চা নিলাম কেন্দ্রে অনলাইন প্লাটফরমে নিলাম অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ২ সেপ্টেম্বর পঞ্চগড়ে দেশের তৃতীয় নিলাম কেন্দ্র ও প্রথম অনলাইন নিলাম কেন্দ্র উদ্বোধন করেন। এর পরের মাসেই পূর্ণাঙ্গভাবে শুরু হলো নিলাম কার্যক্রম।

পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র চালুর ফলে এ অঞ্চলের চা ব্যবসায়ী এবং শিল্প সংশ্লিষ্টদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। কারখানা মালিকরা সহজেই চা বিক্রির সুযোগ পাচ্ছেন এবং ক্ষুদ্র চাষিরা তাদের উৎপাদিত পাতার ন্যায্য মূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া অনলাইন প্লাটফরমে দেশের যেকোনো প্রাপ্ত থেকে ক্রেতারা চা কিনতে পারবেন।

প্রথম দিনে প্রায় ১ লাখ ১৩ হাজার কেজি চা বিক্রির জন্য অফার করা হলে প্রায় ৯৮ হাজার কেজি চা বিক্রি হয় যার মোট মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা। নিলামে এমএম টি এস্টেটের চা সর্বোচ্চ ২১২ টাকা দরে বিক্রি হয়। উত্তরাঞ্চলের তিনটি ব্রোকার হাউজ এবং প্রায় ২৫ জন বায়ার অনলাইন নিলামে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, চা বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে ২০২২ সালের শুরু থেকেই পঞ্চগড়ে একটি আধুনিক ও অনলাইনভিত্তিক চা নিলাম কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। চা বোর্ড এ বিষয়ে পঞ্চগড়ে চা শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা আয়োজন, অনলাইন জরিপ, টি টেস্টার ও নিলামকারীদের সক্ষমতা বৃদ্ধি এবং অনলাইন টি অকশন পরিচালনার জন্য স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সদস্যদের প্রশিক্ষণ প্রদান, ব্রোকার ও ওয়ারহাউজের লাইসেন্স প্রদান, ডেমো নিলাম অনুষ্ঠান, কারিগরি বিভিন্ন বিষয়ে সকল ধরনের সহায়তা প্রদান করে।

গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ চা বোর্ডের টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় পঞ্চগড় নিলাম কেন্দ্রের জন্য চলতি মৌসুমে মোট ১২টি নিলাম অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ করে সিডিউল ঘোষণা করা হয়। আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com